সিবিআই দফতরে এলেন না মুকুল রায়, চেয়ে নিলেন সময়


শুক্রবার,২৭/০৯/২০১৯
682

নারদ কাণ্ডে তদন্তের জন্য সিবিআই দপ্তরে শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল বিজেপি নেতা মুকুল রায়কে। তবে এদিন হাজিরা দিলেন না তিনি। মুকুলের এক প্রতিনিধি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে দেখা করেন এদিন সকালে। তিনি জানিয়ে দেন মুকুল রায় আজ সিবিআই দফতরে আসতে পারবেন না। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার কারণেই মুকুলবাবু আসতে পারছেন না বলে তিনি সিবিআই কর্তাদের জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার এই মামলায় অন্যতম অভিযুক্ত এসএম মির্জাকে তলব করেছিল সিবিআইয়ের গোয়েন্দারা। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ দিন রাতেই নারদ কাণ্ডে আর এক অভিযুক্ত মুকুল রায়কে তলব করে সিবিআই।

মুকুল রায়ের প্রতিনিধি এদিন সিবিআই দপ্তর এসে মুকুল রায়ের দেখা করার জন্য কয়েক দিন সময় চেয়ে নেন। সিবিআই সূত্রের খবর, ওই প্রতিনিধিকে সিবিআই গোয়েন্দারা জানিয়ে দেন

আজ না পারলে আগামীকাল আসতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট