হাতে আর মাত্র কয়েকটা দিন ,মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি


বুধবার,২৫/০৯/২০১৯
587

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আকাশে বাতাসে পুজোর আমেজ, শরতের আকাশে নীল মেঘের লুকোচুরি খেলা, ভোরের বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে মা আসছে। পুজো প্রায় এসেই গেল। দেবী আগমনের সময় একেবারেই আসন্ন। তাঁকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে।কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।হাতে আর মাত্র কয়েকটা দিন। কুমোরটুলিতে শিল্পীরা তুলির রঙে গড়ে চলেছেন প্রতিমা।   কুমোরটুলিতে এখন তাই তত্‍পরতা তুঙ্গে। প্রতিমা তৈরির জন্য এতটুকু বিশ্রামের সময় নেই শিল্পীদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই আলোর উত্সবে মাতবে গোটা দেশ। তাই কুমোরটুলি জুড়ে এখন চরম ব্যস্ততার সঙ্গে চলছে প্রতিমা তৈরির কাজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট