রাজীব কুমারকে মমতা ব্যানার্জির সরকার খুন করতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বললেন বিজেপির বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপির এই সাংসদ আরও বলেন রাজীব কুমারের উচিত অবিলম্বে আত্মসমর্পণ করা। সিবিআই তদন্ত করছে কিন্তু রাজীব কুমার পালাচ্ছেন কেন, প্রশ্ন তুললেন অর্জুন সিং। উনি সঠিক থাকলে সিবিআইয়ের মুখোমুখি হন। রাজীব কুমার এর সামনে এখন বড় ভয় তৃণমূলই। অর্জুন সিং বলেন, রাজীব কুমার সিবিআই এর সামনে মুখ খুললে মমতা ব্যানার্জির সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সে কারণেই আশঙ্কা করছেন রাজীব কুমার খুন হয়ে যেতে পারেন।
“রাজীব কুমারকে মমতা ব্যানার্জির সরকার খুন করতে পারে”-অর্জুন সিং
মঙ্গলবার,২৪/০৯/২০১৯
625