খোঁজ পেলেই গ্রেফতার হবেন রাজীব কুমার


সোমবার,২৩/০৯/২০১৯
804

ফের আদালত আগাম জামিনের আরজি খারিজ, খোঁজ পেলেই গ্রেফতার হবেন রাজীব কুমার! সারদা মামলায় আইনি হস্তক্ষেপে ফের বড়সড় ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশন রাজীব কুমার। আগাম জামিনের আবেদন নিয়ে তিনি বারাসাত আদালত থেকে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালত এদিন শনিবার তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে CBI খোঁজ পেলেই রাজীব কুমার কে গ্রেফতার করতে পারে। আদালতে এদিন মামলার শুনানির সময় রাজীবের আগাম জামিনের আরজির প্রবল বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।

আর তাদের দাবি, রাজীব কুমার পলাতক। তদন্তে সহযোগিতা করছেন না তিনি। এই পরিস্থিতিতে রাজীব আগাম জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দু’তরফের বক্তব্য শোনার পরে রাজ্য পুলিশের এডিজি-র আগাম জামিনের আবেদন খারিজ করে দেন আদলত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট