মন্দা বাজার কাটিয়ে পূজোর আগে কেনাকাটার ভীড় লাগলো গোপীবল্লভপুরের কাপড় দোকান গুলোতে


সোমবার,২৩/০৯/২০১৯
959

ঝাড়গ্রাম :- মন্দা বাজার কাটিয়ে পূজোর আগে কেনাকাটার ভীড় লাগলো গোপীবল্লভপুরের কাপড় দোকান গুলোতে। পুজোর ১২ দিন আগে রবিবার গোপীবল্লভপুরে কেনাকাটার ভীড় লাগলো সকাল থেকেই৷ কাপড় দোকান গুলোতে এদিন সকালে ভীড় ছিল চোখে পড়ার মতো। গোপীবল্লভপুর ১ব্লকের গোপীবল্লভপুরই প্রধান বাজার। প্রত্যেক গ্রাম থেকেই লোকজনরা বাজার করতে আসেন এই গোপীবল্লভপুর বাজারে। কিন্তু কিছুদিন আগে ভীড়ে ভাটা পড়ে গিয়েছিল কাপড় দোকানগুলিতে। কিন্তু আজ সকাল থেকেই ভীড় হচ্ছে বলে জানিয়েছেন কাপড় দোকানদারেরা। এরপর থেকে দোকান গুলোতে এমনই ভীড় লাগবে বলে আশাবাদী তাঁরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট