বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার মনীষীর জন্মভিটের গ্রাম বীরসিংহ গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী


সোমবার,২৩/০৯/২০১৯
631

পশ্চিম মেদিনীপুর:- বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার মনীষীর জন্মভিটের গ্রাম বীরসিংহে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখমন্ত্রীর সফরের আগে বীরসিংহে এখন সাজ সাজ রব। জোরকদমে নতুন রাস্তাঘাট হচ্ছে। বসছে পথবাতি। এই সফরের আগে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভ সামনে আসায় কোনও ঝুঁকি নিতে রাজি নয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটেয় বীরসিংহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যাবেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পরে ঘুরে দেখবেন সংগ্রহশালা-সহ গোটা চত্বর। তাঁর পরের গন্তব্য দু’শো মিটার দূরে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে যাবেন। বিদ্যাসাগরের দু’শো বছরের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর বিদ্যাসাগরের জীবন সম্পর্কিত যে প্রদর্শনীর আয়োজন করছে, সে দিন তারও উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতে। তারপর হাইস্কুল মাঠে জনসভা ও মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষের অনুষ্ঠানের পরের দিন ২৫ সেপ্টেম্বর ডেবরায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট