Samsung এবার নিয়ে আসছে A series-এর নয়া ফোন Samsung Galaxi A70s । ভারতীয় বাজারে Samsung যে ভাবে তাঁর স্মাটফোন গুলি নিয়ে আসছে তাতে ফোন গুলি বাজার দাপিয়ে চলেছে। তাই চলতি মাসেই 6000mAh ব্যাটারির Samsung Galaxy M30s লঞ্চ করেছে। আর তাঁর মাঝেই Samsung Galaxi A70s স্মাটফোনের জন্য তোরজোর শুরু করে দিয়েছে Samsung। আর এই স্মাটফোনটি ভারতীয় বাজারে 3 অক্টোবর লঞ্চ করতে পারে সংস্থা। সেই সাথে সাথে জানাগিয়েছে এই ফোনের কিছু স্পেসিফিকেশন। এই ফোনটিতে থাকছে রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল এবং 393 পিপিআই পিক্সেল সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 এমপি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেট প্রসেসর, 5000 এমএএইচ ব্যাটারি , Android v9.0 (পাই) অপারেটিং সিস্টেম। আর স্টোরে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। আর এই স্মার্টফোনটির দাম 32,990 টাকা হতে পারে।
Samsung এবার নিয়ে আসছে A series-এর নয়া ফোন
শনিবার,২১/০৯/২০১৯
845