নিজস্ব প্রতিবেদনঃ আকাশে বাতাসে পুজোর আমেজ, কাশের বনে লেগেছে দোল। পুজোয় এবার সঙ্গীতপ্রেমীদের জন্য অনুপমের নতুন গান প্রকাশিত হল। অনুপম জানিয়েছেন, পুজো মানেই যেমন পৈটিক টান, পুজো কিন্তু অনেকের জীবনেই প্রথম প্রেম নিয়ে আসে। হৃদয়ের সেই অনুভূতি সারা গানে ছড়িয়ে। সঙ্গে অবধারিত ভাবে বৃষ্টির অনুষঙ্গ। ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গানটি। চারিদিকে উৎসবের মেজাজ, তাঁর আগেই সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। পুজোয় অনুপমের নতুন গান প্রকাশিত হল “বৃষ্টি থেমে গেলে”।
“বৃষ্টি থেমে গেলে” পুজোয় অনুপমের নতুন গান প্রকাশিত হল
শনিবার,২১/০৯/২০১৯
760
বাংলা এক্সপ্রেস---