দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জিতল ভারত


বৃহস্পতিবার,১৯/০৯/২০১৯
730

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ মোহালিতে দ্বিতীয় টি ২০ তে দক্ষিন আফ্রিকাকে পরাজিত করল ভারত। ব্যাট হাতে ভারতকে জয় এনে দিলেন স্বয়ং অধিনায়ক । প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দক্ষিণ আফ্রিকা।কিন্তু ডি’কক আর বাভুমার উইকেটের পতনের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করে প্রোটিয়ারা।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারতীয় দল। ১২ বলে ১২ রান করে প্যাভেলিয়নে ফিরে যান রোহিত শর্মা।৩১ বলে ৪০ রান করে আউট হন ধাওয়ান। ৫২ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১৪ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আয়ার।

এক ওভার বাকি থাকতেই সাত উইকেটে সহজ জয় তুলে নেয় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট