আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায়।


বুধবার,১৮/০৯/২০১৯
3529

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ বিশ্বকর্মা পুজো তার মানেই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই। এই পুজোতে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন বহু মানুষ।বাঙালির কাছে শারদোৎসবের শুরুটা করে দিয়ে যায় বিশ্বকর্মা পুজোই।

আজ বিশ্বকর্মা পুজো। আকাশে বাতাসে উৎসবের আমেজ। আকাশে ভেসে বেড়াচ্ছে নানান রঙের ঘুড়ি। ঘুড়ির কথা মনে হলে শৈশবের কথা মনে পড়ে। লম্বা সুতো বরাবর ওই দূর আকাশে লাল-নীল-বেগুনি রঙের ঘুড়িতে আনন্দে নেচে ওঠে কিশোরের চোখ। আজ দিনভর ঘুড়ি ওড়ানোর লড়াই। তবে জানেন এই ঘুড়ি বিভিন্ন রকমের রয়েছে এবং তাদের নামও ভিন্ন । আজ আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট