পশ্চিম মেদিনীপুর:- ফের আমলাশুলি – হুমগড় রাজ্য সড়কে পথ অবরোধ করল স্কুল পড়ুয়ারা। এবার রাস্তা সংস্কারের দাবি নিয়ে সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই পথ অবরোধ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকের “আমলাশুলি ইন্দ্রনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়”-এর স্কুল পড়ুয়ারা। স্কুলপড়ুয়াদের অভিযোগ, আমলাশুলি থেকে হুমগড় দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রাস্তার মধ্যে সৃষ্টি হয়েছে একাধিক মরণফাঁদ। যদিও এর আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে। তবুও হুঁস নেই প্রশাসন কর্তৃপক্ষের। স্কুল পড়ুয়াদের দাবি, এই খানাখন্দে ভরা রাস্তার দিয়েই স্কুলে আসতে হয় আমলাশুলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। যদিও এর আগে রাস্তা সংস্কারের দাবিতে একাধিক বার পথ অবরোধ হয়েছে। তাই যাতে দ্রুত এই রাস্তার সংস্কার হয় তার জন্যই আজ এই পথ অবরোধ।
রাস্তা সংস্কারের দাবিতে আমলাশুলি – হুমগড় রাজ্য সড়কে পথ অবরোধ স্কুল পড়ুয়াদের
সোমবার,১৬/০৯/২০১৯
623