মাসের পর মাস ASI যুবককের লালসার শিকার শহিদ পুলিশকর্মীর কন্যা, সাসপেন্ড ASI।এক বছর ধরে শহিদ পুলিশকর্মীর ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠলঝাড়খণ্ডের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। জানা গিয়েছে যে ওই পুলিশ কর্মির মেয়ের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেইলও করে ছিলো অভিযুক্ত ASI রাজু সিং। আর আজ অর্থাৎ শনিবার অভিযুক্ত ASI রাজু সিং-এর বিরুদ্ধে FIR দায়ের করেছে ধর্ষিতা কিশোরী। পুলিশ সূত্রে খবর, মেয়েটির বাবা ছিলেন একজন পুলিশ ইনস্পেক্টর। তার ২০১০ সালে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল। মেয়েটির মা বোকারোর পুলিশ সুপার পি মুরগামের কাছে সাহায্য চাওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে।
মাসের পর মাস ASI যুবককের লালসার শিকার শহিদ পুলিশকর্মীর কন্যা
সোমবার,১৬/০৯/২০১৯
481