সিঙ্গুরে সরষে বুনে পদ্ম ফুটিয়েছেন মুখ্যমন্ত্রী: সূর্যকান্ত


সোমবার,১৬/০৯/২০১৯
865

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কারখানা তাড়িয়ে সরষে বুনতে গিয়েছিলেন। কিম্তু ফুটেছে বড় পদ্ম। রবিবার বারাসাতে জেলা সিপিএমের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্যের শাষক দলকে আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, দিদির দাদা মাঝে মাঝে রাম মন্দির,তিন তালাক,কাশ্মীর এন আর সি র ইস্যু আনবে। ভয় পাবেন না। বুথে বুথে সংগঠন গড়ে তুলুন। বুথে শক্তি না বাড়ালে কিছুই হবে না । এদিন পার্টি কর্মীদের স্মার্ট ফোন নিয়ে বুথে গিয়ে ভোটার ভেরিফিকেশনের কাজ টা করতে বলেন রাজ্য সিপিএমের এই শীর্ষ নেতা।তার মন্তব্য, কেন্দ্রকে কোন সুযোগ দেওয়াহবে না। নবান্ন অভিযানে বাম ছাত্র যুবতের ওপর পুলিশী আক্রমনের তীব্র নিন্দা করেন তিনি।

শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমন হানা হয়েছে বলে অভিযোগ তাঁর। কাজের দাবি জানাতেই গিয়েছিল ছাত্রযুবরা। ওপর থেকে ইট ছোড়া হয়েছে। তৃণমূল- বিজেপি -পুলিশের দিকেই আঙুল তুলেছেন সূর্যবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট