আফগান-পাক সীমান্তে বিমান হামলাই নিহত ওসামা-পুত্র হামজা, ঘোষণা ট্রাম্পের


সোমবার,১৬/০৯/২০১৯
1046

আফগান-পাক সীমান্তে বিমান হামলাই নিহত ওসামা-পুত্র হামজা, ঘোষণা ট্রাম্পের। অনেক দিন আগে থেকে জল্পনা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের মৃত্যুর কথা। আর এবার ৯/১১-এর আঠারো বছর পূর্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানালেন, নিহত হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন। গত অগস্টেই হামজা নিহত হয়েছে বলে দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর তিনি আজ অর্থ্যাৎ শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে , আফগান-পাক সীমান্তে অভিযান চালিয়ে এই সাফল্য এসেছে। আর দাবি করা হচ্ছে যে ২ বছর আগে তার মৃত্যু হয়েছে। তবে গত মাসেই মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার হামজার মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট। আর এতদিন পর অবশেষে এই খবরের সত্যতা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট