কলকাতার বিখ্যাত সার্জেনদের দিয়ে ল্যাপরোস্কোপির সাহায্যে হার্নিয়া অপারেশন শিবির হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে


শনিবার,১৪/০৯/২০১৯
855

ঝাড়গ্রাম : শনিবার ল্যাপরোস্কোপির সাহায্যে হার্নিয়া অপারেশন শিবির হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। এসোসিয়েশন অফ সার্জেন অফ ইন্ডিয়া এবং এসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জেন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিনামূল্যে শিবিরটির আয়োজন করা হয়। ১৪ ও ১৫ তারিখ দুদিন ধরে অপারেশন চলবে। শিবিরের বিখ্যাত সার্জেন মাখনলাল সাহা, তমনাশ চৌধুরী, অভিম্যুন বসু, বিশ্বরূপ বোস, ওম তাঁতিয়া-রা অপারেশন করছেন। শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকঅ অশ্বিনী মাঝি, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক। শিবিরের কনভেনর ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সার্জেন শীর্ষেন্দু গিরি বলেন,‘ঝাড়গ্রাম জেলায় এই ধরনের ক্যাম্প প্রথম করা হচ্ছে। আগামী দিনেও আর করা হবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট