ফের গ্রাহকদের সর্বনিন্ম ডিপজিট ধার্য করলেন SBI


শনিবার,১৪/০৯/২০১৯
715

ফের গ্রাহকদের সর্বনিন্ম ডিপজিট ধার্য করলেন SBI । এবার থেকে গ্রহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলে জরিমানা হবে বলে ঘোযনা করলেন ভারতীয় স্টেট ব্যাংক। যা ১ অক্টোবর থেকেই নয়া হারে জরিমানা ধার্য করা হবে। আর এই জরিমানা SBI করেছে শুধুমাত্র গ্রহকদের স্বার্থের জন্য। নূন্যতম ব্যালান্সে থাকছে দুটি বিভাগে একটি শহরের সাধারণ এলাকাতে ন্যূনতম মাসিক ব্যালান্স রাখতে হবে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। এর থেকে ৫০% ব্যালান্স রাখতে না পারলে অ্যাকাউন্ট প্রতি ১০+ GST কেটে নেওয়া হবে। আর ৭৫% ব্যালান্স ধরে রাখতে ব্যর্থ হলে ১৫+ GST জরিমানা করা হবে। আর আধা শহরে ন্যূনতম ২ হাজার এবং গ্রামে ন্যূনতম ১ হাজার ব্যালান্স রাখতে হবে SBI গ্রাহকদের। সেই সাথে সাথে নগদ জমায় দেখা গেছে পরির্বতন। মাসিক জমার ক্ষেত্রে তিনবার বিনামূল্যে টাকা জমার সুযোগ পাবেন গ্রাহকরা। এরপর থেকে প্রতি জমার ক্ষেত্রে ৫০+GST দিতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট