মার্কিন অর্থেই জঙ্গি প্রশিক্ষণ বললেন পাকিস্তানের প্রধানমুন্ত্রী ইমরান খান


শনিবার,১৪/০৯/২০১৯
1966

দেশিও অর্থে নয় মার্কিন অর্থেই জঙ্গি প্রশিক্ষণ বললেন পাকিস্তানের প্রধানমুন্ত্রী ইমরান খান। আফগানিস্তানে তালিবান মোকাবিলায় মার্কিন সেনাবাহিনীর পাশে থাকার ব্যপারে নিজেদেরকে নিরপেক্ষতায় রাখতে পারলে সেটাই ভালো হতো। কারণ পাক প্রধানমন্ত্রী ইমরান খান এদিন বললেন, যে সব জঙ্গি এক সময়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল, এখন তারাই দেশের বিরুদ্ধে চলে গিয়েছে। এবং তিনি আরও ভালো ভাবে বললেন ‘‘আশির দশকে আফগানিস্তানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে লড়াই চালাতে‌ তালিবানকে প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান।

তবে সে অর্থ জুগিয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। আর ওই সময়ে আমরা এই সব জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছি সোভিয়েতের বিরুদ্ধে লড়তে। কারণ, রুশ প্রশাসন আফগানিস্তানের দখল করে নিয়েছিল। আর তারাই এখন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই আমার এখন মনে হয় যে সে সময় নিরপেক্ষ না থাকার কারণে পাকিস্তানকেই ভুগতে হয়েছে। আর তিনি এটাউ বলেন যে, অবশেষে মার্কিনরা আফগানিস্তানে সাফল্য না হতে পেরে তার দায়ও আমাদের উপরেই চাপিয়েছে। এটা পাকিস্তানের জন্য একেবারেই অন্যায্য

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট