এবার থেকে বাজারে মিলবে Apple-এর চোখ ধাঁধানো তিনটি ফোন iPhone 11,11 Pro ও 11 Pro Max


বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
937

এবার থেকে বাজারে মিলবে Apple-এর চোখ ধাঁধানো তিনটি ফোন iPhone 11,11 Pro ও 11 Pro Max। স্মাটফোনের যগৎতে আইফোন সংস্থা এবার লঞ্চ করলো ডুয়াল-লেন্স ক্যামেরা এবং নতুন মোবাইল মোডের কয়েকটি স্মাটফোন। আর এই নয়া ফোনের কিছু স্পেসিফিকেশন জানাগিয়েছে। iPhone 11 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা (12 এমপি, 1.8 প্রশস্ত ক্যামেরা + 12 এমপি 120 ডিগ্রি প্রশস্ত ক্যামেরা), দ্রুত ফেস আনলক, Wi-Fi 6 সমর্থন, নতুন ভিডিও বৈশিষ্ট্য (লাইভ জুম, লাইভ ওয়াইড ক্যাম) এছাড়া নাইট মোড। iPhone 11 Pro ও 11 Pro Max -এ থাকছে 5.8, 6.5 সুপার রেটিনা এইচডিআর ডিসপ্লে, 18W দ্রুত চার্জিং, নিউ নাইট মোড, 4 কে 60fps ভিডিও সার্পোট, ফটো অ্যাপে নতুন ভিডিও সম্পাদনা করা এর প্রধান বৈশিষ্ট্য। 12 এমপি 1.8 প্রশস্ত + 12 এমপি টেলিফোটো + 12 এমপি 2.4 আল্ট্রা ওয়াইড ক্যমেরা। iPhone 11 Pro11-এর দাম 71,600 টাকা এবং iPhone 11 Pro Max-এর দাম 78,7০০ টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট