এবার ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা SBI-এর পর ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে। বর্তমানে সাইবার ক্রাইমের রমরমার জরে বেড়েই চলেছে এটিএম জালিয়াতির ঘটানা। জালিয়াতরা কার্ড ক্লোনিং এবং স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই জালিয়াতি রুখতে ব্যাংক অফ ইন্ডিয়া এবার নতুন নিয়ম চালু করতে চলেছে। এই ব্যাংকটি গ্রাহকদের জানিয়েছেন যে টাকা তোলার ক্ষেত্রে তাঁরা যেনো ডেবিট কার্ড বা এটিএম কার্ডের ব্যবহার না করে। আর তাঁরা যেনো টাকা তোলার সময় খুবিই সতর্কতা অবলম্বন করে।
এবার ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা SBI-এর পর ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে ?
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
773