কবিতা: হে মা জগৎ জননী


বুধবার,১১/০৯/২০১৯
2877

কবিতা:- হে মা জগৎ জননী 
কবি:-  শীবুু শীল শুভ্র
শরৎ তুমি এসেছো, পুজোর বার্তা নিয়ে
ছোট-বড় সবাই মিলে, হিংসাকে বিসর্জন দিয়ে!
হিমেল বাতাসে জননী, তোমার-ই আগমনির বার্তা
জগৎময় শুধু অপেক্ষায়, তোমাকে বরণের জন্যে।
দুর্গতিনাশিনী তুমি মা, আদ্যাশক্তির হে মহামায়া
দশভুজা ত্রিনয়নী মা, তুমি এসেছো ভুবণে!
মহালয়া থেকে পঞ্চমী, অধীর আগ্রহে রহি
পুজো মানেই আনন্দ, পুজো মানেই খুশি।
হে মা জগৎ জননী, বিশ্বময় তোমারই বন্দনা
ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে, নবমী কি বিজয়ার আনন্দে!
সকল মায়ের সম্মাণে, করি যে তোমারই আরাধনা
তুমি-ই মা জননী, তুমি-ই মা দুর্গতিনাশিনী।
তোমার পুজোয় ঘটে, সকল মায়ের পুজো
ঢাকের বাজনায় আরতি, করি সর্বদা যেন!
মায়ের কাছে সন্তান, পর কখনো হয়?
তাইতো বলি সবাই মিলে দুর্গা মায়ের জয়।
অসুর বিনাশিনী তুমি, হে মা জগৎ জননী
অশুভ শক্তির জলাঞ্জলীতে, উদ্ধার হয়েছিলো ধরণী!
নারী নয়কো অবলা, নারী নয়কো অবহেলার-পাত্রী
অসীম শক্তির বহি:প্রকাশ, তুমি হে মা জগৎ জননী।
বি:দ্র:- [সকল মনের আঁধার দূর করে, একে অপরের সাথে সম্মিলিত ভাবে, মায়ের পূজোয় জাতপাত, বর্ণবাদ, সকল কু:সংস্কার জলাঞ্জলী দিয়ে আমরা সবাই মায়ের পুজোয় অংশগ্রহন করবো। সবাইকে আগাম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ]

শীবু শীল শুভ্র 
শ্রীমঙ্গল, বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট