কলকাতাশ্রী’র ঢাকে কাঠি পড়ল


বুধবার,১১/০৯/২০১৯
688

কলকাতাশ্রী’র ঢাকে কাঠি পড়ল। সেরা দুর্গা পুজো মানেই কলকাতাশ্রী সম্মান। কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয়। এ বছরের দূর্গোৎসবের আনুষ্ঠানিক কলকাতাশ্রী প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গেল বুধবার। এই উপলক্ষে কলকাতা পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাসিশ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। হাতে বোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় এর হাত দিয়ে ঢাকে পড়ল কাঠি। অন্যান্য বছরের মতো কলকাতার পুজো উদ্যোক্তারা তাদের সেরা উপহার দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেক আগে থেকেই। তাদের প্রত্যেকেরই যে নজর কলকাতাশ্রী সম্মানের দিকে তা বলাই বাহুল্য। আর সেই প্রতিযোগিতায় প্রস্তুতিও শুরু হয়ে গেল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট