গোপীবল্লভপুরের সভা থেকে ঝাড়গ্রামের পুলিশ সুপারকে ‘হুমকি’ দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু


মঙ্গলবার,১০/০৯/২০১৯
940

ঝাড়গ্রাম : সোমবার গোপীবল্লভপুরের বংশীধরপুর চকের সভা থেকে ঝাড়গ্রামের পুলিশ সুপারকে ‘হুমকি’ দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন,‘প্রশান্ত কিশোর বলেছে অরিজিৎ সিনহা ঝাড়গ্রামের এসপি ছিল। সে বিজেপি কর্মীদের কেস টেস দিচ্ছে না। পঞ্চায়েতে যে এসপি ছিল রাঠোর। তাকে পাঠিয়েছি, সে নাকি কেস টেস দেবে বিজেপি নেতাদের বিরুদ্ধে। রাঠোর হোক আর রাউডি হোক অমিত রাঠোরকে একথায় বলতে চাই সাপের পাঁচ পা দেখনি বাছাধন। এক বছর পরে বিজেপির সরকার হবে। যত কেস আমাদের বিরুদ্ধে দেবে তার দশ গুন কেস আমরা তোমার বিরুদ্ধে দেব।

আমি পুলিশ অফিসারদের সতর্ক করে দিচ্ছি। ভালো করে লিখে রেখে দিন তৃণমূলের কথায় এখন বেশি নৃত্য করলে আমরা ক্ষমতায় এসে এমন নাচান নাচাব যে দুটো পা একসঙ্গে ফেলতে পারবেন না। একটা পা শূন্যে থাকবে। আপনি সতর্ক থাকুন। আপনি যেমন ব্যবহার করবেন বিজেপির ছেলেরা আপনার সঙ্গে তেমনই ব্যবহার করবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট