পরলোকগমন করলেন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার কিরণ নাগরকর। ১৯৪২ সালে মুম্বইয়ের মধ্যবিত্ত মরাঠি পরিবারে জন্মগ্রহণ করেন কিরণ নাগরকর। আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। কিরণ নাগরকরের শৈসব জীবন ও শিক্ষা জীবন কটে মুম্বই ও পুণেতে। ছোটো বেলাথেকে তাঁর লেখালিখি খুবিই প্রিয় ছিলো। এমনকি বত্রিশ বছর বয়েসে ১৯৭৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম মরাঠি উপন্যাস ‘সাত সক্কম ত্রেচালিশ’। পরবর্তীকালে বইটির ইংরেজি অনুবাদও প্রকাশিত হয় Seven Sixes are Forty নামে। এর পর মোট সাতটি ইংরেজি উপন্যাস লিখেছেন তিনি।
১৯৯৭ সালে প্রকাশিত Cuckold উপন্যাসের জন্য তিনি ২০০১ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন। সাহিত্যিক ছাড়া নাট্যকার এবং চিত্রনাট্যকার হিসেবেও সুনাম অর্জন করেন কিরণ নাগরকর। তাঁর লেখা উল্লেখযোগ্য বই গুলির মধ্যে হল Ravan and Eddie (২০০৪), God’s Little Soldier (২০০৬), The Extras (২০১২), Rest in Peace (২০১৫), Bedtime Stories (২০১৫), Jasoda (২০১৮) এবং চলতি বছরে প্রকাশিত The Arsonist, যা মরাঠিতেও অনুদিত হয়েছে।
(Renewed) HP v237w 32GB USB 2.0 Pen Drive
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,২৬/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)