পশ্চিম মেদিনীপুর:– চালকের তৎপরতায় বড়ো সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহি বাস। ঘটনাটি ঘটেছে শালবনী থানার ভাদুতলার বড়ো পোলের সামনে ৬০ নং জাতীয় সড়কের উপর। ঘটনায় দুই যাত্রীর সামান্য চোট লাগে। তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার বদনগঞ্জ – খড়্গপুরের রুটের লক্ষিসরস্বতী নামের একটি বাস চন্দ্রকোনা রোডের দিক থেকে মেদিনীপুর যাচ্ছিল। সেই সময় ভাদুতলা বড়ো পোলের কাছে হঠাৎ করেই বাসের স্টিয়ারিং কেটে যায়। ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যাত্রীরা জানায় বাসটি দ্রুত গতিতেই যাচ্ছিল৷ স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে এই বিপত্তি। তবে চালকের তৎপরতায় বাসটি বড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পায়৷ চালক কোনো রকমে বাস টি কে নিজের আয়ত্তে এনে রাস্তার পাশের নয়াননয়ানজুলী তে নামিয়ে দেয়।
নিয়ন্ত্রণ হারালো যাত্রী বোঝায় বাস – চালকের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পেল যাত্রীরা
শনিবার,০৭/০৯/২০১৯
602