আমেরিকার আলাবামায় মঙ্গলবার মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এক কিশোর বয়স তার ১৪ বছর, নিজ পরিবারের পাঁচ জন সদস্যকে গুলি করে খুন করেছে। ওই কিশোর পুলিশের কাছে হত্যাকাণ্ডের স্বীকার করেছে। স্থানীয় লাইমস্টোন কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র স্টিফেন ইয়াং সিএনএন-কে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন কিশোরের বাবা, সৎ ভাইবোন ও মা। স্থানীয় লাইমস্টোন কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া পোস্টে বলেন, একটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। শেরিফের দফতর থেকে পরে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। কিন্তু কি কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। তদন্তকারীরা কারণ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিজ পরিবারের পাঁচ জন সদস্যকে গুলি করে খুন
শুক্রবার,০৬/০৯/২০১৯
1084