কেনিয়ার বিজ্ঞানীদের অভাবনীয় আবিষ্কার ম্যাজিক ওষুধ, খাবেন আপনি মরবে মশা


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
1794

এবার কেনিয়ার বিজ্ঞানীদের অভাবনীয় আবিষ্কার ম্যাজিক ওষুধ, খাবেন আপনি মরবে মশা। কেনিয়ার বিজ্ঞানীরা ম্যালেরিয়া দমনের উদ্দেশে আবিষ্কার করলেন একধরনের ওষুধ। আর এই ওষুধের মূল উপাদান একপ্রকার ব্যাক্টেরিয়া। দ্য কেনিয়া মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের দাবী যে এই ব্যাক্টেরিয়া জাতকে কাজে লাগিয়ে আগামী দু বছরের মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার মতো মারণরোগ প্রতিরোধ করা সম্ভব হবে। আর এই নয়া নির্দেশিকার খোঁচমিললো আফ্রিকান রাষ্ট্র বুরকিনা ফাসোতে রিভার ব্লাইন্ডনেস ও এলিফ্যান্টিয়াসিস-এর মতো পরীজীবী বাহিত রোগের চিকিৎসায় সময় Ivermectin নামে প্রচলিত একটি ব্যাক্টেরিয়াভিত্তিক ওষুধ।

যা রোগীর দেহে টিকার মাধ্যমে প্রবেশ করানোর পরে দেখা যায়, এই ওষুধ রোগীর রক্তে রোগ সংক্রমণের হার কমাতে অনেকটা সক্ষম। গবেষণায় দেখা গিয়েছে, লাগাতার টিকা নেওয়ার কারণে রোগীর রক্তের রাসায়নিক পরিবর্তন ঘটায় তা মশার জন্য বিষাক্ত হয়ে ওঠে। মানবদেহে পরীক্ষার পরে জানা গিয়েছে যে, প্ল্যাসমোডিয়াম ফ্যালসিপেরাম নামে নারী মশাবাহিত ম্যালেরিয়ার মারাত্মক জীবাণু নিকেশ করার ক্ষমতা রয়েছে Ivermectin-এর। এবার মানবদেহে এই ওষুধ প্রয়োগ করে তার ফলাফল যাচাই করবে আমেরিকার Centers for Disease Control and Prevention, যার পরে ওষুধটি বাজারজাত করার ছাড়পত্র মিলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট