জেলা পরিষদের উদ্যোগে ২৮হাজার মাছের চারা ছাড়া হল সূবর্নরেখা নদীতে


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
492

ঝাড়গ্রাম:-ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে মাছ চারা ছাড়া হল সূবর্নরেখা নদীতে। আজ গোপীবল্লভপুর ২নং ব্লকের মহাপাল গ্রামের নদী ঘাটে ছাড়া হল মাছের চারা। প্রায় ২৮হাজার মাছ ছাড়া হল এদিন। মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা ও মৃগেল। এই ‘নদীতে মৎস্য সঞ্চার প্রকল্পে’ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার এসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিসারি পিয়াল সরকার, গোপীবল্লভপুর ২নং ব্লক ও বিনপুর ২নং ব্লকের এফ ই ও ননীগোপাল মাইতি, ঝাড়গ্রাম জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধক্ষ্য সুপ্রিয়া মাহাত, গোপীবল্লভপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর শিং, সহ সভাপতি কালিপদ শুর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট