গোয়ায় দিনের পর দিন যৌন নিগ্রহ, কোচের লালসার শিকার বাংলার সোনাজয়ী সাঁতারু


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
1277

গোয়া: গোয়ায় দিনের পর দিন যৌন নিগ্রহ, কোচের লালসার শিকার বাংলার সোনাজয়ী সাঁতারু। বাংলার সোনাজয়ী কিশোরী সাঁতারু তাঁর নিজের কোচের বিরুদ্ধে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ তুলল। অভিযোগ উঠল যে গত ছ’মাস ধরে বাংলার নামী সেই কোচ জাতীয় পর্যায়ে অংশ নেওয়া ওই সাঁতারুর সঙ্গে অশালীন আচরণ করতেন। দিনের পর দিন কোচের এরকম অশালীন আচারণ কিশোরী সইতে না পেরে শেষমেশ নিজের লুকিয়ে রাখা মোবাইলে কোচের যৌন হেনস্থার ভিডিয়ো তুলে তা প্রকাশ্যে আনলো। এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে যায় বাংলার সাঁতারু মহলে। কিশোরী পরিবার সুত্রে জানাগিয়েছে যে, প্রায় ৬ মাস আগে প্রশিক্ষণের জন্যে সে গোয়াতে গিয়েছিল।

আর ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ওই কিশোরীকে বলতে শোনা যায়, গোয়ায় আসার পর থেকেই স্যার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। আমি প্রতিবাদ জানালে বলতেন, কাউকে বলবে না। তোমার ভবিষ্যৎ রয়েছে। আমি ভয়ে কাউকে কিছু বলতাম না। কিন্তু, এই নোংরামি আমার পক্ষে আর সহ্য করা যাচ্ছি না। সেই জন্য সব কিছু ফাঁস করার সিদ্ধান্ত নিই। এখন আমি সাহায্য চাইছি। সেইসঙ্গে হুগলির বাসিন্দা ওই নাবালিকা রিষড়া থানায় অভিযোগও জানিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট