অবশেষে ভারতীয় বায়ুসেনাদের হাতে এসে পৌঁছল আট অ্যাপাচে হেলিকপ্টার


বুধবার,০৪/০৯/২০১৯
674

অবশেষে ভারতীয় বায়ুসেনাদের হাতে এসে পৌঁছল আট অ্যাপাচে হেলিকপ্টার। দেশের সামরিক শক্তিকে আরও উন্নত করার লক্ষে আমেরিকার তৈরি অত্যাধুনিক অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার কিনলো ভারত। জানাগিয়েছে ২০১৫ সালে ভারত মার্কিন বিমান প্রস্তুতকারক বোয়িং-এর সঙ্গে কয়েক হাজার কোঠি টাকার চুক্তিবদ্ধ হয়েছিলেন ২২টি অ্যাপাচে কেনার জন্য। আর সেই চুক্তি মতো গত ২৭জুলাই বায়ুসেনা সেনাদের কাছে এসেছিল চারটি অ্যাপাচে হেলিকপ্টার।

আর আজ অর্থাৎ মঙ্গলবার আটটি অ্যাপাচে হেলিকপ্টারের অন্তর্ভুক্তি হল ভারতীয় বায়ুসেনাদের কাছে। আর হেলিকপ্টারগুলিকে পঠানকোটের বিমানঘাঁটিতে রাখা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। আর তিনি এ দিন বললেন যে, বিশ্বের ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম অ্যাপাচে হেলিকপ্টার। যাকে এক সঙ্গে অনেকগুলো মিশনে ব্যবহার করা যেতে পারে। যার ফলে ভারতীয় বায়ুসেনার শক্তি বহু গুণ বেড়েগেল। সূত্রের খবর, ২০২০-র মধ্যে বাকি হোলিকপ্টারগুলো সরবরাহ করবে বোয়িং।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট