গনেশ পূজোতে থিমের ছোঁয়া বেলিয়াবেড়াতে


বুধবার,০৪/০৯/২০১৯
564

গনেশ পূলো উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার প্রায় প্রতিটি গ্রামেই ধুমধাম করে উদযাপন হচ্ছে এই উৎসব। ঠিক সেইমতো গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবাড়ার ব্যাঘ্রেশ্বর চকে সিদ্ধিতার গনেশের পূজো হচ্ছে থিমের মধ্য দিয়ে। ‘ব্যাঘ্রেশ্বর চক গনেশ পূজা কমিটি’র উদ্যোগে এই পূজো হয়। তাদের গনেশ পূজো এবছর দ্বিতীয় বছরে পা দিয়েছে। তাদের এই ২য় বছরে থিমের ভাবনায় থেকেছে ‘শিবলিঙ্গ’। প্রায় ২০ফুট উঁচু এই শিবলিঙ্গের গা জড়িয়ে রয়েছে ফনা তোলা সাপ। উপর থেকে যেন ঝরে পড়ছে দুধ ঠিক এমনই জল ছাড়া হচ্ছে শিবলিঙ্গের গায়ে। এবং শিবলিঙ্গের ভেতরেই হচ্ছে ভগবান গনেশের পূজার্চনা।

এদিন সকালে ফিতে কেটে এই পূজোর উদবোধন করেন বেলিয়াবাড়া থানার ও সি সৌরভ ঘোষ এছাড়াও ক্লাবের সদস্য সহ উপস্থিত ছিলেন গ্রামবাসীরাও। পূজো কমিটির কোষাধ্যক্ষ স্বরুপ পাত্র জানান, এই বছরের পূজো আমাদের দ্বিতীয় বছরে পা দিল। নতুন কিছু করবো ভেবেছিলাম তাই ভাবনায় আমরা এই ‘শিবলিঙ্গ’ থিম নিয়ে করেছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট