পশ্চিম মেদিনীপুর:- ফের পথদুর্ঘটনায় মৃত এক, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা কলিবাগছা এলাকায়, মৃত ব্যক্তির নাম সমর বারিক,বয়স আনুমানিক ৫৭ বছর,স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে এক মারুতিতে ছানা নিয়ে কেশিয়াড়ি থেকে বালেশ্বর যাওয়ার পরিকল্পনা করেন, এরপর রাস্তায় সমস্যায় পড়লে পুনরায় ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে এক আত্মীয়র বাড়ির পথে রওনা দেন তিনি, এরপর কলিবাগিচা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা মারে মারুতিটি।আহত হন গাড়ির চালক এবং ভেতরে থাকা যাত্রী । স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করান ।সেখানে তার মৃত্যু হয় । এরপর মৃতদেহটিকে বেলদা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ফের পথদুর্ঘটনায় মৃত এক
বুধবার,০৪/০৯/২০১৯
548