শান্তির বার্তা নিয়ে বালিগঞ্জে গণেশ পুজো


মঙ্গলবার,০৩/০৯/২০১৯
727

এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গণেশ পুজোর আয়োজন করেছে বালিগঞ্জ নাইট স্টার ক্লাব। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে চতুর্থীর দিন শুরু হল পুজোর আয়োজন। মঙ্গলবার সকালে পুজোর শুভ সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা। পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিশিষ্ট সমাজসেবী বাবু দেবনাথ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলার বার্তা নিয়েই গত দু’বছর ধরে গণেশ পুজোর আয়োজন করে চলেছেন তাঁরা। ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা তাদের মূল উদ্দেশ্য। নাইট স্টার ক্লাবের এই পুজো ঘিরে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

নাইট স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর কালীপুজোর আয়োজন হয়ে থাকে। গত ৩৪ বছর ধরে কালী পুজোর আয়োজন হচ্ছে। সেইসঙ্গে সারা বছর ধরেই চলে সামাজিক কর্মকান্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট