মেট্রোর কাজের জেরে বউবাজারে ফাটল ১৮ বাড়িতে, পরিদর্শনে মমতা


সোমবার,০২/০৯/২০১৯
799

কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ চলছে। এই কাজ চলাকালীন বউবাজারে দুর্গা পিতুরী লেনের অন্তত ১৮টি বাড়িতে বড়সরর ফাটল । রবিবার সকাল থেকেই এখানকার বাসিন্দাদের বুঝিয়ে বাড়ি ছাড়ার কাজ শুরু করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন বউবাজারের ঘটনাস্থলে। পরিদর্শন করলেন ক্ষতিগ্রস্ত এলাকা। কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষজন এবং এলাকার ব্যবসায়ীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সময়মতো তাদেরকে ঘর থেকে বের করা হয়েছিল বলে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। জিনিসের থেকে জীবনের দাম বড়। গোটা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হবে বলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান।

মেট্রোরেল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তাদের পরামর্শমতো এলাকার বাসিন্দাদের ওই ভগ্নপ্রায় বাড়িতে না যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মমতা। মুখ্যমন্ত্রী বলেন সমস্যা কিছু একটা তো ছিলই। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে সমস্ত দিক নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় সহ অন্যান্যরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট