সাংসদদের নিয়ে জরুরি বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের


সোমবার,০২/০৯/২০১৯
993

সোমবার দলীয় সাংসদ ও দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে আয়োজিত এই বৈঠকে এদিন বেশকিছু জরুরি নির্দেশ সাংসদ ও নেতাদের প্রতি দেন মমতা। কি সেই সব নির্দেশ, এক ঝলকে দেখে নেওয়া যাক:

অসমে জাতীয় নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। 7 এবং 8 তারিখ জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। 12 ই সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হবে।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হলো ফিরহাদ হাকিম এবং সুখেন্দু শেখর রায়কে।
অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে সমন্বয় রাখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

পুজোর ছুটিতে জনসংযোগে বিশেষ জোর। সংগঠনের কাজ পুজোর ছুটিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পূজা মন্ডপের মধ্যে কোন দলীয় পতাকা, ফেস্টুন থাকবে না।

দলের সব এমপিদের কাছে ১০জন এসসি এবং ৫ জন এসটির নামের লিস্ট চাইলেন মমতা।
মাসে ৫টা দিন অামায় অাপনারা দিন।বলেন মমতা।ওই ৫দিন দলনেত্রী কর্মসূচী ঠিক করে দেবেন।সবাইকে সব জায়গায় যেতে হতে পারে বলেও এদিন বলেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট