এন আর সি তালিকা তৈরী হয়েছে সেটাই ত্রুটিপূর্ণ ?


শনিবার,৩১/০৮/২০১৯
825

আসামের এন.আর.সি -র চূড়ান্ত তালিকাতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সোমেন মিত্র বলেন যে পদ্ধতিতে এন আর সি তালিকা তৈরী হয়েছে সেটাই ত্রুটিপূর্ণ। ডঃ মনমোহন সিংহের সরকার যে ভাবে এন আর সি তালিকা প্রস্তুত করা শুরু করেছিলেন সেটাই প্রকৃত বিদেশী চিহ্নিত করার সঠিক পদ্ধতি ছিল।

সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন এন আর সির কোন ক্ষমতাই নেই এই ১৯ লক্ষ মানুষ কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, একমাত্র ফরেন ট্রাইবুনাল এটা করতে পারে। তাই হিন্দু-মুসলিম নির্বিশেষে কারোই কোন আতঙ্ক নেই। প্রসঙ্গতঃ প্রদীপবাবু সংসদে Citizenship Amendment bill কমিটির সদস্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট