রাজ্যে এবার গণপিটুনি প্রতিরোধ বিল পাশ, শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দোগ নিয়েছিলেন যে রাজস্থান ও মনিপুরের মতো এরাজ্যে গণপিটুনি বিরুধি আইন কার্যকর করা। কিন্তু রাজস্থান সরকার বিল আনলেও এখনও অবধি পাশ করাতে পারেনি। আর এই বিল বাংলাই এদিন অর্থাৎ শুক্রবার বিধানসভায় পাশ হয়ে গেল। আর তার জোরেই রাজ্যে নবজাগরণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোটা দেশের মধ্যে বাংলাই প্রথম এই গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন সুপ্রিম কোর্টই সর্বপ্রথম এই বিল পাশের নির্দেশ দিয়েছিল। এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে, নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। এমন অভিযোগ সামনে এলেই প্রথমেই পুলিশকে জানাতে হবে। আর গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাই একসঙ্গে লড়বে।
রাজ্যে এবার গণপিটুনি প্রতিরোধ বিল পাশ, শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড !
শনিবার,৩১/০৮/২০১৯
792