চন্দ্রযান ২ -এর পরীক্ষা প্রায় অন্তিম পর্যায়ে, রয়েছে চাঁদের থেকে ১২৪ কিমি দূরে !


শনিবার,৩১/০৮/২০১৯
592

চন্দ্রযান ২ -এর পরীক্ষা প্রায় অন্তিম পর্যায়ে, রয়েছে চাঁদের থেকে ১২৪ কিমি দূরে! ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সব থেকে বড় চন্দ্রয়ান মিশন হল এই চন্দ্রযান ২। যা আস্তে আস্তে আরও চাঁদের কাছে চলে ‌আসছে। আর জাগিয়েছে যে চন্দ্রযান ২ এদিন অর্থাৎ শুক্রবার সন্ধে ৬ টা ১৮ মিনিটে চাঁদের তৃতীয় কক্ষপথ ছেড়ে বেরিয়ে চতুর্থ কক্ষপথের দিকে গমন করেছে। ইসরোর চেয়ারম্যান কে শিবন বললেন এ দিন সন্ধ্যায় চাঁদের চতুর্থ কক্ষপথের ১২৪x১৬৪ কিলোমিটার পরিধিতে ঢুকে গিয়েছে চন্দ্রযান ২। চাঁদ থেকে তার দূরত্ব আর মাত্র ১২৪ কিলোমিটার। আর বর্তমান অবস্থান থেকে দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় ১৬৪ কিলোমিটার। আর এই চন্দ্রযান ২ ৭ সেপ্টেম্বরের মধ্যে চন্দ্রপৃষ্ঠে পুরোপুরি ল্যান্ড হতে পারে বলে জানিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট