কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ


শনিবার,৩১/০৮/২০১৯
753

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও জেনারেল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলো শুক্রবার। প্রথম সেমিস্টারের তুলনায় দ্বিতীয় সেমিস্টারে বৃদ্ধি পেলে মোট মোট পাশের হার বৃদ্ধি পেল। পাশাপাশি জেনারেল বিভাগে উল্লেখ যোগ্যভাবে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। প্রায় 10 হাজার পরীক্ষার্থী কমেছে বলে দাবি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায় জানান, গত বছরের তুলনায় এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সেমিস্টারের। বিএসসি তে এ বছর পাসের হার ৬৮.১৯ শতাংশ। যা গতবার ছিল ৫৩.৩৭ শতাংশ। বিএ- তে এ বছর পাসের হার ৬১.৬১ শতাংশ। গত বছর যা ছিল ৪৮.৪৫%।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিএ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় বসেছিল ২৫ হাজার ৮১ জন। এর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ২২৪ জন। পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৮৫৭। শতাংশের হিসাবে সব বিষয়ে পাশ বা একটি বিষয়ে ফেল আছে এই সংখ্যাটি হল ৯৯.২০ শতাংশ। সমস্ত বিষয়ে ফেল এমন পরীক্ষার্থীর সংখ্যা ০.৮০ শতাংশ। একই ভাবে বি এস সি দ্বিতীয় সেমিস্টার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৫৬২ জন। এর মধ্যে মহিলা পরীক্ষার্থী রয়েছে 6137 জন। পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার 425 জন। মোট পাশের হার ৯৯.৫৯ শতাংশ। অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ০.৩৭ শতাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট