উন্নয়নের হার শ্লথগতি, আর GDP কমে নামলো ৫%


শনিবার,৩১/০৮/২০১৯
779

এবার আরও দেশের উন্নয়নের হার শ্লথগতি, আর GDP কমে নামলো ৫%-এ যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনৈতিক সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকার চলতি বছরে বাজেট পেশ করে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দেখাগেছে চলতি বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার এসে ঠেকল ৫ শতাংশে, যা গত ৭ বছরের সবচেয়ে কম। শুক্রবার সরকারি নথি থেকে এমনই তথ্য উঠে এল।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী গত আর্থিক বর্ষে একই সময়ে GDP ছিল ৬.৮%। তবে গত জানুয়ারি থেকে মার্চে তা কমে ৫.৮%-এ গিয়েছিল। কিন্তু এই বছরে কমে দাঁড়িয়েছে ৫%-এ। বিশেষজ্ঞদের মতে গত ৭০ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি। আর ২০১৯-২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হারের এতটা পতন আশা করেননি কেউই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট