Hp এবার ল্যাপটপের পরিসর বাড়িয়ে Chromebook 14 লঞ্চ করেছে


শুক্রবার,৩০/০৮/২০১৯
1061

ভারতীয় বাজারে Hp এবার ল্যাপটপের পরিসর বাড়িয়ে Chromebook 14 লঞ্চ করেছে। এইচপি সিনিয়র ডিরেক্টর বিক্রম বেদী বলেছিলেন, গ্রাহকরা যে ভাবে chromebook-কে আলিঙ্গন করে চলেছেন, আমরা তাদের আরও বিকল্পের সাহায্যে কম্পিউটারের প্রয়োজনীয়তাকে মেটাতে উপযুক্ত ডিভাইসগুলি চয়ন করতে চলে চলেছি। তাই আমরা সমস্ত ইউজারদের কাছে ব্যতিক্রমী ক্রোম ওএস অভিজ্ঞতা এবং পাওয়ার-প্যাকড পিসি পারফরম্যান্স সরবরাহ করতে ভারতে আমাদের Chromebook পোর্টফোলিওটি প্রসারিত করতে আগ্রহী। এই ল্যাপটপের কিছু ফির্চাস মধ্যে রয়েছে 14 ইঞ্চি এইচডি আল্ট্রা টাচস্ক্রিন ডিসপ্লে, 47 ওয়াট-এইচআর ব্যাটারি। আর এতে অ্যাপোলো লেকের দ্বৈত কোর প্রসেসর ইনস্টল করা আছে।

আর এই ল্যাপটপ এক মিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সমর্থন করতে পরবে। সংস্থাটি জানিয়েছে যে ল্যাপটপের বুট সময়টি 10 সেকেন্ডেরও কম। ল্যাপটপটি 64GB এসএসডি স্টোরেজ এবং 100 গিগাবাইট ক্লাউড স্টোরেজ প্যাক করতে পরবে। এবং ল্যাপটপটি দুটি রঙের করা হয়েছে যেমন চকবোর্ড গ্রে ও স্নো হোয়াইট এবং দাম 23,990 টাকার আশেপাশে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট