হাওড়া উদয়নারায়নপুরে হাসপাতালে আগুন, আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা


শুক্রবার,৩০/০৮/২০১৯
820

হাওড়া: হাওড়ার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। শুক্রবার সকালে ওষুধের স্টোররুম থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখাও দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং রোগীর পরিজনেরা। হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বেরনোর চেষ্টা করেন রোগী ও পরিজনেরা। হাসপাতালের সামনে মাঠে একে একে এসে জড়ো হন।ঘটনাস্থলে উদয়নারায়ণপুর থানার পুলিশ আসে।খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে।

দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, দমকলের আধিকারিকরা খতিয়ে দেখছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট