স্মাটফোনের পর এবার ৭০ ইঞ্চির বিশাল স্মার্ট টিভি আনছে Redmi।


শুক্রবার,৩০/০৮/২০১৯
1451

স্মাটফোনের পর এবার ৭০ ইঞ্চির বিশাল স্মার্ট টিভি আনছে Redmi। দাম ৪০ হাজারেরও কম। ভারতীয় বাজারে Redmi-এর স্মাটফোন গুলি যে ভাবে দাপিয়ে বেড়াচ্ছে , আর তাঁর মাঝেই সংস্থা ঘোষণা করলো এই

নয়া প্রডাক্ট স্মার্ট টিভির কথা। তবে ভারতের মার্কেটে কবে এই ৭০ ইঞ্চির টিভি আসছে তা এখনও জানা যায়নি। তবে জানাগিয়েছে এই টিভির কিছু স্পেসিফিকেশন। আর এই টিভিতে থাকছে 4K HDR Screen, 3 HDMI, 2 USB, Amlogic SoC, এবং Dual band WiFi। এছাড়াও থাকছে PathWall যার দ্বারা ভিনধারার কন্টেন্ট পৌঁছে যাবে মানুষের কাছে। আর সাউন্ডের দিক দিয়ে থাকছে Dolby Audio যা সিনেমা হলের মতোই গমগমে সাউন্ডকে নির্দেশ করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট