হাওড়া: বিজেপি দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতা থানার আনুলিয়ায়।আহত দুই বিজেপি কর্মীর নাম সৌভিক খাঁড়া ও পরেশ সিংহ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিজেপি’র একটি সভা গিয়েছিল সেখানে থেকে বাড়ি ফেরার সময় সৌভিক অপারেশন উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।ব্যাপক মারধর করা হয় বিজেপি ওই দুই বিজেপি কর্মীকে। ঘটনায় গুরুতর জখম দুই বিজেপি কর্মীকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এই হামলার কথা অস্বীকার করেছে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।
আমতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে
শুক্রবার,৩০/০৮/২০১৯
651