উপকূলবর্তি জেলাগুলিতে নিম্নচাপের প্রকোপে আগামী ২৪ ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহওয়া দফতরের পূর্বাভাস ছিল যে আজ সকাল থেকে উঃ-দঃ ২৪ পরগনা ও পূর্ব মোদিনীপুরে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হওয়ার কথা ছিল। সেই মতো দু-এক পশলা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আর এবার আবহওয়া দফত তরফ থেকে জানা গিয়েছে যে একটি নিম্নচাপ সৃস্টি হয়েছে ড়িশার উপকূলে। আর সেই সাথে সাথে বাংলাদেশ সংলগ্ন তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গে যোগ দিতে পারে। যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি ও পশ্চিমের জেলাগুলিতে। তবে হওয়ার সূত্রের খবর, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
নিম্নচাপের প্রকোপে আগামী ২৪ ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি
সোমবার,২৬/০৮/২০১৯
1064