ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু


রবিবার,২৫/০৮/২০১৯
1245

ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টন যগৎতে এই প্রথন ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। তবে ফাইনাল এবার ফাইলের মতো না হয়ে হয়েছে একতরফা। না দেখলে বিশ্বাস হবে না। আজ ফাইনালে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে দমিয়ে রেখছিলেন সিন্ধু। তবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ওকুহারা সিন্ধুর থেকে এগিয়ে।

এর আগে পরপর দুবার ফাইনালে উঠেও হারের মুখ দেখতে হয় গোপীচাঁদের ছাত্রী সিদ্ধুর। কিন্তু এবার নিজেকে খেলাই এমনভাবে বিলিয়ে দিয়েছিলেন যে রবিবার বাসেলে নোজোমি ওকুহারাকেই মাটি ধরিয়ে ভারতীয় শাটলার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন। সিন্ধুর মায়ের এদিনই ছিল জন্মদিন ছিল। আর এদিনেই জয় ফলে তাঁর এই জয় জন্য নিজের মাকে উৎসর্গ করলেন তিনি। ফাইনালের ফল সিন্ধুর পক্ষে ২১-৭, ২১-৭। এমন ফল দেখে বোঝাই যাচ্ছে যে এবার জয়ের জন্য কতটা বিধ্বংসী মেজাজে খেলেছিলেন সিন্ধু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট