খুন করে মহিলার দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা, সন্দেহের তালিকায় স্বামী-মেয়ে-জামাই


রবিবার,২৫/০৮/২০১৯
1389

খুন করে মহিলার দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা, সন্দেহের তালিকায় স্বামী-মেয়ে-জামাই। বেহালার বকুলতলায় বাসুদেবপুর রোডে চাদরে মোড়া মহিলার দেহ উদ্ধারের সময় তদন্তকারীদের খটকা লেগেছিল যে মহিলাকে খুন করে আসলে দেহ লোপাটের চেষ্টা করেছিল মহিলার মেয়ে ও জামাই। যদিও ঘটনার পর থেকে ফেরার তাঁর স্বামীও। আর পুলিশ ইতোমধ্যে মেয়ে-জামাইয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত ওই মহিলার নাম শম্পা চক্রবর্তী। বয়স ৪২ বছর। আর পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে, এক প্রতিবেশি বললেন যে তিনি যখন গভীর রাতে বাইরে আসে তখন দেখে মহিলার মেয়ে-জামাইয় ফ্ল্যাটের গ্যারেজ খোলার চেষ্টা করছে দুজনে। আর রাস্তায় পড়ে চাদরে জড়ানো একটা কিছু।

কিন্তু, তাঁদের সঙ্গে চোখাচোখি হতেই চাদরে জড়ানো ওই জিনিসটা সাইকেলে তোলার চেষ্টা করে জামাই। কিন্তু কিছুদূর যাওয়ার পরই উলটে যায় সাইকেলটি। এরপরই সাইকেল নিয়ে পালিয়ে যায় জামাই। তবে, মহিলার মেয়ে তখনও রাস্তায় দাঁড়িয়েছিল। ফোন করতে দেখা যায় ওই যুবতীকে। ঘটনার কিছুটা ওই প্রতিবেশীরা ভিডিয়োও করে রাখেন। এই ঘটনাটিকে নিয়ে বেহালা পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট