পাওনা টাকা চাইতে গিয়ে জুটল সপাটে চড়, মৃত্যু নদিয়ার বস্ত্র ব্যবসায়ীর


রবিবার,২৫/০৮/২০১৯
721

নদিয়া: পাওনা টাকা চাইতে গিয়ে জুটল সপাটে চড়, মৃত্যু নদিয়ার বস্ত্র ব্যবসায়ীর। মৃত্যু একেবারে এক চড়ে। পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদ বাদে মহাজনের সঙ্গে তার সংস্থার এক কর্মীর। আর বিবাদ এমন পর্যায় পৌঁছয় যে, ওই মহাজন কর্মীকে সপাটে চড় মারে। তাতেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত্যু যুবক সমীর সাধুখাঁ তার মহাজন লাল্টু পোদ্দার কাছে পাওনা টাকা আনার জন্য গত শুক্রবার তাঁর কাছে গিয়েছিল। আর সেখানে সমীর টাকাপয়সা নিয়ে মহাজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। হঠাৎ কথা কাটাকাটির মাঝখানে সমীরকে চড় মারেন লাল্টু। তাতেই সংজ্ঞা হারান সমীর। তাঁর বাড়ি নদিয়ার চাকদহের মদনপুরে। সমীর মহিলাদের পোষাক তৈরির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। দমদমের বাসিন্দা লাল্টুর থেকে তিনি কাপড় কিনতে আসতেন। চিৎপুর থানার পুলিশ ওই মহাজনকে গ্রেফতার করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট