ফের দাবানল অ্যামাজন জঙ্গলে


শুক্রবার,২৩/০৮/২০১৯
1262

ফের দাবানল অ্যামাজন জঙ্গলে, আগুন লাগল সাত দিনে ৯,৫০০ বার অরণ্যে। অ্যামাজনের ঘন জঙ্গলে মধ্যে আগুন যেনো আঙ্গিনা হয়ে উঠছে। কোনো বিরামের রেষ মাত্র নেই। আর আগুন লাগা বছর গুলির মধ্যে চলতি সনে অ্যামাজনের অগ্নিকাণ্ড সব থেকে বেশি। ইতিমধ্যে অগস্টই আগুন লাগার হিসেব দেখলে দেখাযায় যে ব্রাজিলের রেনফরেস্টে ৭২ হাজার ৮৪৩ বার আগুনে পুড়েছে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানাগিয়েছে যে, আগের বছর গুলির তুলনায় এই বছরে অ্যামাজনে অগ্নিকাণ্ড ৮৩% বেড়েছে। তার অন্যতম একটি কারণ হল বৃষ্টি পাতের অপর্যাপ্ততা। আর এই সপ্তাহে আগুন লেগেছে ৯,৫০০ বারেরও বেশি। তাঁরা আরও জানিয়েছে অ্যামাজনের জঙ্গল ধরে ইতিমধ্যেই ব্রাজিলের অ্যামাজোনাস, রোন্ডানিয়া, পারা, মাতো গ্রোসোর আংশিক অংশ আগুন যেন গোগ্রাসে গ্রাস করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট