ট্রাক দুর্ঘটনায় মৃত বায়ুসেনার ৩ অফিসার। বুধবার রাজস্থানের বারমেরে এক পাহাড় থেকে বায়ুসেনাদের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। তাতে ৩ জন অফিসারের মৃত্যু হয়। এবং জখম হয় আরও ৩ জন বায়ুসেনা কর্মী। নিহত হওয়া ওই তিন বায়ুসেনা অফিসার হলেন রাওয়াত, অশোক কুমার ও শেরপা। বায়ুসেনার তরফ থেকে জানাগিয়েছে, বারমেরের একটি বন্ধুর পাহাড়ি পথে যাচ্ছিল ট্রাকটি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেল নীচে পড়ে যায়। আর ওই ট্রাকে ভারতীয় বায়ুসেনার ৮ জন অফিসার ছিলেন।
ট্রাক দুর্ঘটনায় মৃত বায়ুসেনার ৩ অফিসার
শুক্রবার,২৩/০৮/২০১৯
414