গুমনামি বাবার সঙ্গে নেতাজিকে গুলিয়ে দেওয়ার প্রতিবাদে পথে ফরওয়ার্ড ব্লক


বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
852

বিদিতা ঘোষ: নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে। গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুলিয়ে দেওয়ার চক্রান্ত করছে আরএসএস ও বিজেপি। কেন্দ্রের সরকার ও শাসক দলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বুধবার পথে নামল ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ধর্মতলায় প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। বিক্ষোভ দেখানো হয় পিআইবির সামনে। নরেন চট্টোপাধ্যায় বলেন বিজেপির কোন জাতীয় নেতা নেই। আর তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে গুমনামি বাবাকে গুলিয়ে দিতে চাইছে আর এস এস। আর তার মাধ্যমে নেতাজি সুভাষ বসুকে আরএসএসের মধ্যে টানতে চাইছে।

এদিনের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি জানানো হয় মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করতে হবে। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানানো হয়। কর্মসূচির শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট